
প্রধান বিচারপতির এজলাসে টাঙানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। মঙ্গলবার (১ অক্টোবর) দেশের সর্বোচ্চ আদালত কক্ষে এই প্রতিকৃতি টাঙানো হয়।
এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন, হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে হাইকোর্ট দেশের সব আদালতে দুই মাসের মধ্যে জাতির পিতার প্রতিকৃতি টাঙ্গানো ও সংরক্ষণের নির্দেশ দেয়। ওই নির্দেশের প্রেক্ষিতে আজ দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির এজলাসে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো হলো।
এমএ/টিএফ