
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ছিল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন।
চকবাজার থানা পুলিশ প্রতিবেদন দাখিল না করার পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন ওই তারিখ ধার্য করেন।
গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাতে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭১ জন নিহত হন। দগ্ধ ও আহত হন অনেকে। এই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।
এমএ/এসএমএম