
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতা মামলার আসামি হেফাজতের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থানরত র্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা ইকবাল হোসেন (৫২), সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫২), সহসভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২) ও সাধারণ সম্পাদক মাওলানা শাজাহান শিবলী (৪৩)।
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, তাদের রাজধানী ঢাকার জুরাইন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাইফুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মামলার এজাহারভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর আসামি। তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।