• ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ০৩:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৭, ২০২১, ০৩:১৭ পিএম

সব সেনানিবাসে বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন

সব সেনানিবাসে বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস-২০২১ উপলক্ষে ঢাকাসহ দেশের সব সেনানিবাসে দিনটি উদযাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৭ মার্চ) সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ১০১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও সেনাবাহিনীর সব স্তরের সামারিক ও অসামারিক ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। 

সব সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সুসজ্জিত করা হয়েছে।  সেনাবাহিনীর সকল ইউনিট, প্রতিষ্ঠান এবং সদর দফতরসমূহে শেখ মুজিবুরের জীবনির উপর আলোচনা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা, দেশ গঠনে রাজনৈতিক অবদান ও বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে সকল সেনানিবাসে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

এদিকে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আলোচনা অনুষ্ঠান, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ইত্যাদিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনানিবাস সমূহের সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজনও হয়েছে।