• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ১২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০২১, ১২:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত
ছবি- জাগরণ।

নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। বুধবার সকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জাতীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে কর্মসূচীর শুরু হয়। পরে চত্বর মঞ্চে মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক। 

সভায় ৩ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। 
 

এসকেএইচ//