
পবিত্র হজ পালনের উদ্দেশে শনিবার (৬ জুলাই) দুপুর পর্যন্ত সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সাড়ে আট হাজার হজযাত্রী। এরইমধ্যে শুক্রবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছে গেছেন ৭ হাজার ১৫৬ জন।
শনিবার (৬ জুলাই) দুপুর পর্যন্ত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ২৮৭ জন মুসল্লি সৌদি আরবের ঢাকা ত্যাগ করেন। এ নিয়ে আড়াই দিনে মোট ৮ হাজার ৪৪৩ জন হজ পালনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
ধর্ম মন্ত্রণালয়, আশকোনা হজ ক্যাম্প ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শনিবার রাত পর্যন্ত আরও ৫টি ফ্লাইটে প্রায় ১ হাজার ৫০০ হজযাত্রী সৌদির উদ্দেশে ঢাকা ছাড়বেন।
হজ ফ্লাইট চলবে ৫ আগস্ট পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু ১৭ আগস্ট থেকে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন। বাকিরা যাবেন সৌদি এয়ারলাইন্সে।
এমএএম/এসএমএম