• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০, ০৩:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০, ০২:৫৭ পিএম

এবারও লাল-সবুজে ‘কে ক্র্যাফট’

এবারও লাল-সবুজে ‘কে ক্র্যাফট’

বিজয় দিবসকে সামনে রেখে নতুন কালেকশন নিয়ে এসেছে পছন্দের ব্র্যান্ড ‘কে ক্র্যাফট’। পোশাক ছাড়াও নানা রকম উপহারসামগ্রী নিয়ে সাজানো হয়েছে এবারের  আয়োজন।

এক বিজ্ঞপ্তিতে বিজয়ের এবারের কালেকশনের বিস্তারিত জানিয়েছে কে ক্রাফট।

সবুজ ও লাল রং-এর সাথে সুতি কাপড়ের আদলে তৈরি হয়েছে এ কালেকশন। নিজস্ব উইভিং ডিজাইনে লাল-সবুজ শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি ও টপস, পাঞ্জাবি, শার্ট, শাল, মাফলার, স্কার্ফ, টি-শার্ট, হুডি জ্যাকেট এবং ব্যান্ডানাও থাকছে। এছাড়াও শিশুদের জন্য রয়েছে কামিজ, টপস, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, বগুড়া, নারায়ণগঞ্জসহ কে ক্র্যাফটের সব আউটলেটে এ কালেকশন পাওয়া যাচ্ছে।

এছাড়াও কেনাকাটা করা যাচ্ছে অনলাইন স্টোর kaykraft.com থেকে।