• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২০, ০৪:২৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০, ০৬:১২ পিএম

চলছে মিস আর্থ বাংলাদেশের বাছাই পর্ব

চলছে মিস আর্থ বাংলাদেশের বাছাই পর্ব

দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘মিস আর্থ বাংলাদেশ’। চলছে প্রতিযোগী বাছাইপর্ব। শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর নিকেতনে ‘ত্রয়ী গ্রুমিং একাডেমিতে’ অনুষ্ঠিত হয় প্রাথমিক অডিশনের তৃতীয় পর্ব।

দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা বাছাইপর্বে অংশগ্রহণ করেছেন। আয়োজকরা জানায়, আরো এক দফা বাছাই পর্ব শেষে শুরু হবে গ্রুমিং পর্ব। তারপর সেখান থেকে বাছাই করে ৩০ জন প্রতিযোগীকে পাঠানো হবে মূল পর্বে।

মিস আর্থ বাংলাদেশের পরিচালক নাইলা বারি বলেন, “আমরা প্রাথমিকভাবে প্রতিযোগীদের নানা সাংস্কৃতিক দক্ষতা যাচাই-বাছাই করছি। বাছাইকৃতদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ কার্ড দেওয়া হচ্ছে। এদের মধ্যে থেকে গ্রুমিং শেষে সেরা ৩০ জন প্রতিদ্বন্দ্বীতা করবে ‘মিস আর্থ বাংলাদেশ-২০২১’ এর মূল পর্বে।”

শনিবার অতিথি বিচারক হিসেবে আরো উপস্থিত ছিলেন- ত্রয়ী গ্রুমিং একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী আফজাল নিকোলাস, রোটারি ইন্টারন্যাশনাল ২০২১ (ডিস্ট্রিক্ট-৩২৮১) এর গভর্নর ব্যরিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী, এমএবিবিএবি'র সহ-সভাপতি সিলভিয়া মাহমুদ ও অভিনেতা সাজ্জাদ হোসেন।