
সম্পর্কের সময়টা সবসময়ই মধুর হয় না। কিছু কিছু মূহুর্তে তিক্ততাও ভেসে উঠে। হয়তবা মুখে বলছে না, কিন্তু প্রিয়জনের আচরনে ভেসে উঠছে উদাসীনতা। বিশ্বাস-ভালবাসা না থাকলে সম্পর্কের বাঁধনটাই নড়বরে হয়ে যায়। কীভাবে বুঝবো, প্রিয়জন যখন দূরে যাচ্ছে? কিছু আচরনেই বুঝে যাবেন, প্রিয়জন এখন সম্পর্কের ইতি টানটে চান। একটুতেই সঙ্গীর উপর চেঁচানো, ভুল বোঝাবুঝি, বিরক্ত হওয়া এবং কথায় কথায় ঝগড়া শুরু হওয়া এই সবই ভালোবাসার অনুভূতিকে কমিয়ে দেয়ার জন্য যথেষ্ট। প্রিয়জনের আচরনে আপনি সহজেই বুঝতে পারবেন, আপনার সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাইছে না।