• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৪:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৪:০৯ পিএম

ছোটদের প্রিয় চিংড়ির কাটলেট

ছোটদের প্রিয় চিংড়ির কাটলেট

অনেকেই মাছ পছন্দ করেন না। তবে চিংড়ি মাছে না নেই। পরিবারের ছোট থেকে বড় সবাই চিংড়ি খেতে ভালোবাসে। চিংড়ি শুধু স্বাদেই অসাধারণ নয়, এর রয়েছে স্বাস্থ্য উপকারিতাও। চিংড়ি দিয়ে ভিন্ন পদের রান্নাও হয়। চাইনিজ কিংবা বাঙালিয়ানা রান্নার স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয় এ মাছটি।

চিংড়ি দিয়ে ছোটদের পছন্দের একটি মজাদার নাস্তার রেসিপি জানবো আজকের আয়োজনে। রেসিপিটি হলো চিংড়ির কাটলেট। ঝটপট এটি বানিয়ে নিতে কী কী লাগছে দেখে নেই।

বানাতে যা যা লাগবে...

  • চিংড়ি (মাঝারি সাইজের)- ২ কাপ
  • কাঁচা মরিচ- ১/২ চা-চামচ
  • আদাবাটা- ১/২ চা-চামচ
  • পুদিনাপাতা (কুচানো)-১ চা-চামচ
  • মরিচবাটা- ১/২ চা-চামচ
  • ডিম- ১টা
  • শুকনা পাউরুটি গুঁড়া- ১/২ কাপ
  • মিহি করে কাঁটা পেঁয়াজ- ২ টেবিল চামচ
  • ময়দা- ১ টেবিল চামচ
  • রসুনকুচি- ১ চা-চামচ
  • তেল- পরিমাণমতো
  • লবণ- স্বাদমতো

বানাবেন যেভাবে...

প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে নিন। কিমা করেও নিতে পারেন আবার আস্ত চিংড়িও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে বাটা মশলা, পেঁয়াজ, রসুন, লবণ, কাঁচামরিচ ও  পুদিনাপাতা দিয়ে চিংড়ি ম্যারিনেট করে রাখুন। কিমা হলে এর সঙ্গে যোগ করুন শুকনো পাউরুটি ও ডিম। একটি পাত্রে ময়দা রেখে দিন। শুকনো ময়দায় চিংড়ি মেখে রাখুন।

এবার চুলায় একটি প্যানে তেল গরম করতে দিন। ডুবো তেলে একটু কড়া করে ভেজে নিন। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।