৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বে পালিত হয় এই দিনটি। নারীদের অধিকার, সম্মান নিয়েও আলোচনা হয় বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু ঘরেই যে নারীরা রয়েছেন, যেমন পরিবারে মা, দাদি, নানি, বোন, স্ত্রী কিংবা কাছের নারী বন্ধুরা— তাদেরকে নিয়ে এই দিনটি কীভাবে কাটাবেন? কী উপহার দিবেন বিশেষ এই দিনটিতে? কোনো পরিকল্পনা না থাকলে ছোট ধারণা নিতে পারেন এই আয়োজন থেকে।
- শুভেচ্ছা কার্ড হতে পারে নারী দিবসের শুভেচ্ছা বার্তা। বাজার থেকে কিংবা নিজেও বানিয়ে নিতে পারেন এই উপহারটি।
- গুডলাক প্ল্যান্ট, উপহার হিসেবে বেশ পছন্দ হবে এটি। ইনডোর প্ল্যান্ট বা গুডলাক প্ল্যান্ট অনেকেই রাখেন বাসায়। প্রিয় নারীকে শুভেচ্ছা জানাতে ছোট সুন্দর কোনো প্ল্যান্ট উপহার দিতে পারেন।
- যেকোনো দিবসের সেরা উপহার ফুল। মা যদি কোনো বিশেষ ফুল পছন্দ করেন তবে তাকে সেই ফুলটি উপহার দিন। বয়স্কদের মন জয় করার জন্য রঙিন ফুল বাছাই করতে পারেন।
- প্রিয় কোনো মুহূর্তকে ফ্যাম বন্দি করে তা উপহার দিতে পারেন। সম্ভব হলে নাম খোদাই করা ফ্রেম উপহার দিতে পারেন। নিজের সঙ্গে তোলা চমৎকার কোনো ছবি এঁটে দিতে পারেন।
- নারীদের ভীষণ প্রয়োজনীয় ও পছন্দের একটি উপকরণ হ্যান্ডব্যাগ। ভালো ব্যান্ডের ব্যাগ উপহার দিতে পারেন।
- ভ্রমণপ্রিয় নারীকে ট্রাভেল ওয়ালেট উপহার দিন। আইডিসহ সব ধরনের প্রয়োজনীয় কার্ড, কয়েন, ফটো রাখতে পারবেন সেটায়।
- মা অথবা পরিবারের সদস্য নারীদের জন্য় চশমার ফ্রেম, পারফিউম, পোশাক অথবা ডায়েরি উপহার হিসেবে দিতে পারেন।
- চকলেটও কিন্তু দারুন উপহার। সুন্দর বক্সে চকলেট সাজিয়ে উপহার দিন।
- শাড়ি কিংবা জামা উপহার দিতে পারেন। নারী দিবস উপলক্ষে ফ্যাশন হাউজগুলো নতুন ডিজাইন বের করে। সেখান থেকেই পছন্দ অনুযায়ী উপহার বেছে নিন।