• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০১:৪২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৭, ২০২১, ০১:৪৫ পিএম

বিমান ভ্রমণে যা খেয়াল রাখবেন

বিমান ভ্রমণে যা খেয়াল রাখবেন

প্রথমবার বিমান ভ্রমণ আপনার গোটা জীবনের জন্য নিঃসন্দেহে একটি আনন্দময় স্মৃতি হয়ে থাকবে। এই স্মৃতিকে মধুর করে রাখতে কতই  না পরিকল্পনা। তবে প্রথম ভ্রমণে একদমই অজ্ঞ আপনি। তাই কিছু সাধারণ বিষয় জেনে নিতে পারেন, যা বিমান ভ্রমণে আপনাকে সাহায্য করবে। বিমান ভ্রমণের কিছু আদবকেতা জানাব এই আয়োজনে।

  • চেক-ইন থেকে শুরু করে কেবিন লাগেজে কী কী রাখতে পারবেন না ইত্যাদি নিয়ে বিমানের বেশ কড়াকড়ি নির্দেশ আছে। তাই ভ্রমণের আগে সেই নিয়মগুলো জেনে নিন।
  • ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চেকিং নিয়ে খুব কড়াকড়ি থাকে। তাই হাতের কাছে সব সময় একটা আইডেনটিটি কার্ড রাখুন।
  • প্লেন ছাড়ার অন্তত দুই ঘণ্টা আগে চেক-ইন করুন। যদি কোনো কারণে দেরি হয়ে যায়, এসএমএসের মাধ্যমে চেক-ইন করে নিতে পারেন।
  • লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করবেন না। অপেক্ষা করুন।
  • কেবিন লাগেজে কাঁচি, ব্লেড, জেল কিংবা তরল জাতীয় জিনিস রাখবেন না।
  • লাগেজের ওজন বিমানের নির্দেশিত ওজনের থেকে বেশি হলে অতিরিক্ত চার্জ দিতে হবে। এটা নিয়ে তর্ক করবেন না।
  • বিমানে লাগেজ রাখার জন্য প্রত্যেক সিটের সঙ্গে লাগোয়া ক্যাবিনেট থাকে। নিজের লাগেজ অন্য কারও ক্যাবিনেটে রাখবেন না।
  • টিকিটে যে সিট নম্বর দেওয়া আছে সেখানেই বসুন।
  • বিমান ছাড়ার আগে বিমানবালারা কিছু নির্দেশনা দেন। সেগুলো মন দিয়ে শুনুন।
  • ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে ভদ্র ব্যবহার করুন।
  • কিছু প্রয়োজন হলে বেল বাজিয়ে বিমানবালাকে ডাকতে পারেন, তবে বিনা কারণে বারবার তাদের বিরক্ত করবেন না। 
  • বিমান থামার পর তাড়াহুড়া করবেন না। আপনি যেন সহযাত্রীদের বিরক্তির কারণ না হয়ে যান সেদিকে নজর রাখুন।
  • বিমানে ফোন বন্ধ রাখুন। কিংবা এরোপ্ল্যান মুডে রাখুন।
  • বিমানে শুকনা খাবার বহন করা যাবে। তবে বিমানের ভেতরে খাওয়া যাবে না। তবে যে ফ্লাইটে যাচ্ছেন সেখানে কোনো নির্দেশনা রয়েছে কি না, তা আগে জেনে নিন।
  • ট্রানজিট ফ্লাইট থাকলে বিমানবন্দরের ভেতরেই অপেক্ষা করবেন। কোনোভাবেই ওই এলাকা থেকে বের হবেন না। ফ্লাইটের সময়সূচির দিকে নজর রাখুন। প্রয়োজনে ফ্রন্ট ডেস্কে গিয়ে কিছুক্ষণ পরপর নিশ্চিত হয়ে নিন।
  • বিমান ভ্রমণের সময় পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজগুলো হাত ব্যাগে রাখুন।