
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার ৩০ দিন পূর্ণ হবে চলতি রজব মাসের। শাবান মাস গণনা শুরু হবে শনিবার থেকে। এ হিসেবে ১৪ রজব অর্থাৎ আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেম উলামারা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় কোনো জেলা কিংবা উপজেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানও জানিয়েছে চাঁদ উঠেনি।
পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে ভাগ্য রজনী। এই দিন অনেকেই নফল রোজা রাখেন। রাতভর মসজিদে ইবাদত বন্দেগি করেন।
শবে বরাতের পরের দিন ১৮ মার্চ সাধারণ ছুটি।
ইউএম