
রাজনীতিতে পা রাখলেন বলিউড সুপারস্টার অভিনেতা সালমান খানের দেহরক্ষী তথা বিশ্বস্ত বন্ধু শেরা ওরফে গুরমীত সিংহ। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে শিবসেনায় যোগ দিলেন তিনি।
২১ অক্টোবর (সোমবার) বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। ভোট গণনা হবে ২৪ অক্টোবর (বৃহস্পতিবার)। তার আগে শুক্রবার সেনাপ্রধান উদ্ধব ঠাকরে এবং দলের শাখা সংগঠন যুবসেনার সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে মুম্বইয়ে তাদের বাসভবন মাতশ্রীতে শিবসেনায় যোগদান করেন শেরা। পরে শিবসেনার তরফে টুইটারে সেই খবর প্রকাশ করা হয়।
গত দুই দশকেরও বেশি সময় ধরে সালমান খানের দেহরক্ষী শেরা। বিপদে-আপদে বরাবর খান পরিবারের পাশে থেকেছেন তিনি। যে কারণে ২০১১ সালে ‘বডিগার্ড’ ছবিটি শেরাকেই উৎসর্গ করেন সালমান। তাতে মুখ দেখান শেরা নিজেও। সালমানের প্রতি আন্তরিকতা দেখাতে পিছপা হন না শেরাও। আইনি ঝামেলা চলাকালীনও সালমানের পাশে থেকেছেন তিনি। নিয়মিত জেলে দেখা করতে গিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশ, সালমানের দেহরক্ষী হিসাবে পরিচিতি পেলেও, তাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি শেরা। ‘টাইগার সিকিয়োরিটি সার্ভিসেস’ নামে নিজের একটি সংস্থা চালান তিনি। সঞ্জয় দত্তসহ একাধিক হাইপ্রোফাইল বলিউড তারকার নিরাপত্তা দেয় ওই সংস্থা।
এসএমএম