প্রত্যুষে লাল চাদর বিছিয়ে
উপত্যকায় নেমেছিল তারা
পাহাড়ের খাড়ায় পদরেখা এঁকে
মেপেছিল সূর্যের উত্তাপ
দৃষ্টি ছিল উত্থিত আকাশে।
বরফ যুগের স্মৃতি ধোয়া পথে
ডাইনোসর ম্যামথের
ভাঙা সংসারের হাড়,
তাকেও অতিক্রম করা
সবল মাতৃ বাহু থেকে বয়ে আসা
স্পর্ধার ধারা—
স্নাত হয়েছিল তাতে তারা
কিছু দুর্লভ শস্য বীজ ছিল পরম্পরায়
তারই দেখভাল চাষাবাদে দিন যায় ব্যস্ততায়;
বাণিজ্য তরীর আগমন ঘটে অগোচরে
মেঘলা দিনে বাজে তার ভেঁপু
পালে লাগে হাওয়া
সমুদ্র কাঁপিয়ে ছোটে দিগ্বিদিক
আকাশ ভরা বেগুনি আভা।
লাল চাদর বিছানো ভোরে এসেছিল যারা
বহুরূপী বাণিজ্যের তোড়ে
ভেসে যায় তাদের
চাষবাষ জমি জমা।
আকাশে এখন শুধুই বেগুনি বেগুনি খেলা।