• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২১, ০২:১২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২১, ০৩:০৭ পিএম

সলিমুল্লাহ খান অনূদিত ‘উহারা বাতাসে’

সলিমুল্লাহ খান অনূদিত ‘উহারা বাতাসে’

এবারের বইমেলায় বেরিয়েছে ফিনল্যান্ড বা সুমিদেশের কবি পেন্টি সারিকস্কির কবিতার বই ‘উহারা বাতাসে’। বইটি ইংরেজি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন চিন্তাবিদ ও শিক্ষক সলিমুল্লাহ খান।

বইয়ের ভূমিকায় কবি সম্পর্কে সলিমুল্লাহ খান বলেন, “পেন্টি সারিকস্কির কবিতার মতন নতুন কবিতা যে ভাষায় লেখা হয় জগৎসভায় সে ভাষার মর্যাদাও বৃদ্ধি পায়। যাঁহাদের বলার অধিকার তাঁহারা বলিতেছেন, এই কবির শক্তি সুমির [ফিনল্যান্ডের ভাষা] মর্যাদাবৃদ্ধি করিয়াছে, তাঁহার শক্তি দুনিয়ার যেকোন নমস্য কবির তুলনীয়।”

বইটি প্রকাশ করেছে মধুপোক প্রকাশনী। মেলায় এটি পাওয়া যাবে পরিবেশক আগামী প্রকাশনীর স্টলে।