করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি জয় গোস্বামী। খবর আনন্দবাজার।
রোববার (১৬ মে) সন্ধ্যায় জয় গোস্বামীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানান, আপাতত জয় গোস্বামী শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, রোববার সকালে জ্বর আসে জয় গোস্বামীর। বমিও হয়। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪ ছিল। এরপরই বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে করোনা পজিটিভ এলে তাকে কোভিড ওয়ার্ডে নেওয়া হয়েছে।তার স্ত্রী কাবেরী গোস্বামীও অসুস্থ। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জয়ের মেয়ে দেবত্রী বলেন, “বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখন পর্যন্ত স্বাভাবিক। সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়তে থাকে। তার পরেই কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা।”
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাহিত্যিক শঙ্খ ঘোষ। রোববার সন্ধ্যায় করোনায় মারা যান বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪৬ জনের।