• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:১২ পিএম

ইচ্ছে

ইচ্ছে

প্রদীপ্ত মোবারক

কিছু কিছু মুহূর্তে কচুরিপানার মতো- 
ভেসে যেতে ইচ্ছে করে…।
সুর ভেঙে তাল ভেঙে 
ঠিক যেন বেহাল বাতাস, 
ঝড়ো ঘূর্ণি কিংবা নির্জন 
দুপুরের তপ্ত রোদ 
সবকিছুকে পেছনে ফেলে। 
শুধু তোমায় ভেবে, 
ভেসে যেতে ইচ্ছে করে…