
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জনপ্রিয় বাউল শিল্পী অসীম দাস বাউল রোববার (১৭ অক্টোবর, ২০২১) দেহ রেখেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার দুপুর ২.৩০ মিনিটে এই বাউল শিল্পী না ফেরার দেশে পাড়ি জমান।
১৯৭৩ সালে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দু'দিন আগে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে স্থানীয় উপজেলা হাসপাতালে নেয়া হয় এবং সেখান থেকে তাঁকে উপযুক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ (২৫০ বেড) হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হলে সেখান থেকে শিল্পীকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
তিনি স্ত্রী, ২ সন্তান সহ দেশ-বিদেশে তাঁর অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। জীবদ্দশায় অগণিত মানুষের মধ্যে ভালোবাসা বিলিয়েছেন, ভালোবাসায় সিক্ত হয়েছেন। কর্মই তাঁকে বাঁচিয়ে রাখবে মানুষের হৃদয়ে- এমনটাই মনে করেন তাঁর ভক্ত-অনুরাগীরা।
জীবদ্দশায় বাংলাদেশ বাউল সমিতির সম্মাননা, বাংলা একাডেমীর সম্মাননা, উত্তর চব্বিশ পরগণা বাউল সম্মাননা, রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলার শিল্পকলা একাডেমীর গুণীজন সম্মাননা, বাউল রহমান সম্মাননা সহ এমন আরও বেশ কিছু সংখ্যক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
জাগরণ/এসকেএইচ