• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৯:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৩:৪০ এএম

‘বইঘাটা’র ‘সাঁতার‍’ প্রকাশ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সভা

‘বইঘাটা’র ‘সাঁতার‍’ প্রকাশ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সভা
অনুষ্ঠানটির প্রধান আলোচক হিসেবে কথা বলছেন ড.বিপ্লব বালা। - জাগরণ।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ফরিদপুরের পাঠক সংগঠন 'বইঘাটা'র চতুর্থ প্রকাশনা 'সাঁতার' প্রকাশ উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শহরের চরকমলাপুরে বইঘাটার প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ জুনায়েদ ও কামরুন্নাহার পপির বাসভবন চত্বরে কবি পাশা খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ড.বিপ্লব বালা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শিপ্রা গোস্বামী, নিবিড় দেবু, মাহফুজুল আলম, শ্যারোল শ্রোয়েডার, কবিতা দাস, নাইমুল মাসুম প্রমুখ। 

কবিতা পাঠ করেন কবি সৈকত রহমান, পাশা খন্দকার, জাহাংগীর খান, শামীমা শীমু। অনুষ্ঠানটিতে পুঁথি পাঠ করে শোনান এথেন্স শাওন। সংগীত পরিবেশন করেন রাইমা, জুয়েল, পুরব ও শিপ্রা গোস্বামী।

 

এসকেএইচ//