• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১১:১৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১১:১৬ পিএম

‘ভেঙ্গেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়’ বইয়ের মোড়ক উন্মোচন

‘ভেঙ্গেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়’ বইয়ের মোড়ক উন্মোচন
ছবি- জাগরণ

তরুন লেখক ও সাংবাদিক শাহরিয়ার মাহমুদ প্রিন্সের নতুন বই ‘ভেঙ্গেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়’- এর মোড়ক উন্মোচন হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরস্থ উন্নয়ন সমন্বয় কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবেদ খান।

প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি নাট্যজন ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, নাট্যকার মমতাজউদ্দীনের সহধর্মিণী কামরুননেসা মমতাজ, অর্থনীতিবিদ ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান, ড. রতন সিদ্দিকী, ইউরোপ আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বিশ্বসাহিত্য ভবনের সত্ত্বাধিকারী তোফাজ্জল হোসেন প্রমুখ।

বিশ্বসাহিত্য ভবন থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। অমর একুশের বইমেলায় বিশ্বসাহিত্য ভবনের প্যাভিলিয়ন- ৪-এ বইটি পাওয়া যাচ্ছে। 

প্রকাশনা আয়োজনে আমন্ত্রিত অতিথিরা বইটির ভূয়সী প্রশংসা করে এর সফলতা কামনা করেন।

 

এসকেএইচ//