নিরাপদ সড়কের দাবিতে আগামীকাল রোববার শাহবাগ থেকে লাশের প্রতীকী মিছিল বের করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার রাজধানীর রামপুরায় মানববন্ধন করে শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। নিরাপদ সড়ক আন্দোলন-২০২১ ব্যানারে মানববন্ধন করা হয়।
মানববন্ধন থেকে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মেহেদী বলেন, আমরা সারাদেশে বাস ট্রেন লঞ্চসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস চাই। সারাদেশে কর্মসূচি ঘোষণা করা হবে। নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এমইউ