প্রায় ৪০ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন। মাঠে কাজ করছে ২১ হাজার পরিচ্ছন্নতাকর্মী। এরই মধ্যে উত্তর সিটিতে ৭০ এবং দক্ষিণ সিটিতে ৬০ ভাগ বর্জ্য অপসারণ হয়েছে বলে দাবি কর্মকর্তাদের। তবে বর্জ্য অপসারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নগরবাসীর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে ৭০ ভাগ বর্জ্য অপসারণ হয়েছে। শতভাগ বর্জ্যমুক্ত ৩২টি ওয়ার্ড। ঢাকা দক্ষিণে কোরবানির বর্জ্যমুক্ত ওয়ার্ডের সংখ্যা ৩০টি।
রাজধানীতে মুষলধারে বৃষ্টি। এর মধ্যে পশু কেরবানি করেছে নগরবাসী। সকাল থেকেই অলি গলিতে দেখা যায় বর্জ্য ছড়িয়ে থাকার চিত্র। তবে, দুই সিটিতেই তৎপর ছিল পরিচ্ছন্নতা কর্মীরা। বাসা-বাড়ি অলিগলি থেকে বর্জ্য সংগ্রহ করেন তারা। তবে বর্জ্য ব্যবস্থাপনায় মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর।
বিভিন্ন ওয়ার্ডে কার্যক্রম ঘুরে দেখেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এবার ১৩ লাখ পশুর প্রায় ২০ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য ডিএনসিসির।
দক্ষিণ সিটিতেও প্রায় ২০ হাজার টন বর্জ্য সরানোর লক্ষ্যমাত্রা। নিয়ন্ত্রণ কক্ষ থেকে নানা দিকনির্দেশনা দেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে এবার ঢাকার দুই সিটিতে ২১ হাজার কর্মী মাঠে রয়েছেন।
জাগরণ/রাজধানী/এসএসকে