বরিশালে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০১৯, ০৯:০০ পিএম বরিশালে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ

গ্যাসের মূল্যবৃদ্ধির পায়তারার প্রতিবাদ ও সিলিন্ডার গ্যাসের মূল্য কমিয়ে আনার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বেলা ১২টায় বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করে।

জোটের বরিশাল জেলা সমন্বয়ক ও বাসদ জেলা কমিটির সদস্য সচিব ডা. মানিষা চক্রবর্তী’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের নেতা অধ্যাপক জলিলুর রহমান, সাইদুর রহমান, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, দেওয়ান আব্দুর রসিদ নিলু, এসএম মানিক প্রমুখ।

এ সময় বক্তারা গ্যাসের মূল্যবৃদ্ধির পায়তারার তীব্র সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার গত দশ বছরে একের পর এক গ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বাড়িয়ে যাচ্ছে। তারা অজুহাত দেখিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে লুণ্ঠন ও দুর্নীতিকে জায়েজ করছে। তাই আবারো গ্যাসের মূল্যবৃদ্ধি করা হলে দেশে হরতালের মত কর্মসূচি দিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এ সময় অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হওয়া মিছিলটি নগরীর ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষে হয়।

এসসি/