মাদক বিক্রির প্রতিবাদ করায় ৪ যুবককে ছুরিকাঘাত

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০১৯, ০৪:২৫ পিএম মাদক বিক্রির প্রতিবাদ করায় ৪ যুবককে ছুরিকাঘাত
ফরিদগঞ্জের মাদক বিক্রির সময় বাধা দেয়ায় ব্যবসায়ীদের ছুরিকাঘাতে আহত যুবক -ছবি : জাগরণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামে মাদক বিক্রির সময় প্রতিবাদ করায় ৪ যুবককে ছুরিকাঘাত করেছে মাদক ব্যবসায়ীরা।

আশঙ্কাজনক অবস্থায় তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে আহতদের মধ্যে নাজমুল হোসেন (২৫) সোহেল (২৮) ও সবুজ (২১) কে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় সন্তোষপুর গ্রামের কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

আহতদের পরিবার জানায়, দীর্ঘ দিন ধরে রামপুর পূর্ব বাজারের মাদক ব্যবসায়ী মুনাফের ছেলে রাসেল, তার সহযোগী ইয়াসিন ও রানা ফরিদগঞ্জে বিভিন্ন ইউনিয়নে মাদক বিক্রি করে আসছিল। তারই ধারাবাহিকতায় সন্তোষপুর গ্রামে মাদক বিক্রিকালে এলাকার যুবকরা প্রতিবাদ করে। এ সময় মাদক ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে সবুজ ও তার চাচাতো ভাই সোহেল এবং নাজমুল হোসেন, রাসেলকে ছুরিকাঘাত করে। হামলায় সবুজের বুক ও পেট ছুরির আঘাতে মারাত্মক জখম হয়।

এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

একেএস