খুলনায় রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০১৯, ০২:৪০ পিএম খুলনায় রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রোহিঙ্গা সন্দেহে ৬০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শুক্রবার মাগুরখালী ইউনিয়নের কাঠালিয়া বাজারে বৃদ্ধকে পিটিয়ে আহত করা হয়। কপিলমুনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে সাহস ঘোষগাতী গ্রামের চিংড়ি ঘের মালিক মেহেদী মোড়ল ও কাঠালিয়া বাজারের মুদি দোকানদার মধুসুদন মণ্ডলকে আটক করেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রোহিঙ্গা ও ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত এক বৃদ্ধকে স্থানীয় লোকজন পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার কপিলমুনি হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। পরে নিহত ব্যক্তির লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনার সময় শনিবার (১১ মে) ভোর চারটার দিকে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রণজিৎ দুজনকে আটক করে।

স্থানীয় মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, নিহত ব্যক্তি রোহিঙ্গা কিনা এখনো জানা যায়নি। তাকে  ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয়া হয়। হত্যার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আটক দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কেএসটি