রূপগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ৪, ২০১৯, ০৫:৩৬ পিএম রূপগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। হাসপাতালে মারা গেছে অজ্ঞাতনামা এক পুরুষ। দূর্ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার সম্বুরপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা খাতুন (৩৯) ও পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম। বাকী একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ের থানার উপ-পরিদর্শক আব্দুস সামাদ জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঢাকা থেকে সিলেটগামী অগ্রদূত বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-৬৫৬৬} সঙ্গে উল্টো দিক থেকে আসা লেগুনার (ঢাকা-মেট্রো-ন-১৩-৮৪৫৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ২ নারীর মৃত্যু হয়। এসময় আমিন মিয়া, আকাশ মিয়া, আকলিমা বেগম ও রিংকুসহ ৭ জন আহত হয়। ঘটনাস্থল থেকে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেলসহ স্থানীয়দের বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এসআই আরো জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা আরো একজন মারা গেছে।

এসজেড