চুয়াডাঙ্গায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০১৯, ০৮:৫৬ এএম চুয়াডাঙ্গায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের সবুর আলীকে (৩৮) গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত  রাত তিনটার দিকে ঘাতকরা তাকে গুলি করে হত্যা করে। নিহত সবুর উপজেলার হারদী গ্রামের পলান আলী মন্ডলের ছেলে।

হারদী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আনোয়ার হোসেন জানান, নিহত সবুর গরু মোটাতাজাকরণ ব্যবসা করতেন। রাতে বার বার উঠে গরু দেখভাল করতে হয়। সে কারণে রাতে ঘরের দরজা খুলে ঘুমিয়েছিলেন। তার স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিলেন। ঘাতকরা সেই সুযোগে ঘরে প্রবেশ করে ঘুমন্ত সবুর আলীকে গুলি করে হত্যা করেছে। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএসটি