নবীনগরে ২০১৮ সালের প্রশ্ন দিয়ে ২০১৯ সালে পরীক্ষা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০১৯, ০৮:৪২ পিএম নবীনগরে ২০১৮ সালের প্রশ্ন দিয়ে ২০১৯ সালে পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুলে শনিবার (২৯ জুন) ষষ্ঠ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে ২০১৯ সালের পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিভাবক ও শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, পরীক্ষার ফি নেওয়ার পরও প্রধান শিক্ষক কেন গত বছরের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নিচ্ছেন? এ রকম হলে ছেলেমেয়েদের জীবন শেষ হয়ে যাবে। এছাড়া শিক্ষার্থীরা বলে, নবম-দশম শ্রেণিতে দুজন শিক্ষার্থীকে একই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।

প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, প্রিন্টিংয়ে ২০১৯ সালের স্থানে ভুলক্রমে ২০১৮ ছাপা হয়েছে। প্রশ্নপত্র নতুনভাবেই করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন বলেন, এমনটা হওয়ার কথা নয়, বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এনআই