ঝড়ের কবলে জাহাজ, সাগরে পড়ে গেল ৪৩ কন্টেইনার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০১৯, ০৪:৪৬ পিএম ঝড়ের কবলে জাহাজ, সাগরে পড়ে গেল ৪৩ কন্টেইনার
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দর থেকে ৮৬টি কন্টেইনার নিয়ে ঢাকার পানগাঁও টার্মিনালে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়েছে কেএসএল গ্ল্যাডিয়েটর নামের কন্টেইনারবাহী একটি জাহাজ। জাহাজটি বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে ঝড়ের কবলে পড়ে ৪৩টি কন্টেইনার সাগরের পানিতে পড়ে যায়। রোববার (৩০ জুন) ভোরে এই ঘটনা ঘটে। পড়ে যাওয়া ওই কন্টেইনারগুলোতে কী পণ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, পণ্য খালাসের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর থেকে ৮৬টি কন্টেইনার নিয়ে ঢাকার আইসিডি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) পানগাঁও টার্মিনালের দিকে যাত্রা শুরু করে শনিবার মধ্যরাতে। জাহাজটি হাতিয়া চ্যানেলের ভাসানচর এলাকায় ঝড়ের কবলে পড়লে দুলতে থাকে। একপর্যায়ে কন্টেইনার আটকানো লোহা ছিঁড়ে ৪৩টি কন্টেইনার সাগরে পড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ভাসানচরে অনেকগুলো কন্টেইনার ভাসতে দেখা যাচ্ছে। জাহাজের কর্তৃপক্ষকে বলা হয়েছে, এসব কন্টেইনারের দিকে নজর রাখতে। দুর্ঘটনাটির পর ওই চ্যানেলে অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক আছে।

মোহাম্মদ সেলিম আরো বলেন, কেএসএল গ্ল্যাডিয়েটর জাহাজটির কোনো ক্ষতি হয়নি। বর্তমানে হাতিয়ায় নোঙর করে আছে। ওই জাহাজের কর্তৃপক্ষের নির্দেশনা পেলে হয়তো গন্তব্যে যাত্রা করবে। ভেসে যাওয়া কন্টেইনারগুলো কোথায় আছে সেগুলো মার্কিং করা হবে। এরপর পণ্য মালিকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে সেগুলোর উদ্ধারপ্রক্রিয়া। তবে ভেসে যাওয়া কন্টেইনারে কী পণ্য ছিল, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুকের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়।

এনআই

আরও সংবাদ