চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে পারিবারিক কলহের কারণে স্ত্রী শাহনাজ বেগমকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী মো. মঞ্জিল মিজি ও তার বন্ধু মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড ও উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে শাহনাজ বেগমকে তার স্বামী মঞ্জিল ও বন্ধু মিজান গলাচেপে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় ওই দিন শাহনাজের পিতা মো. শাহ্ আলম কচুয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
সরকারপক্ষের আইনজীবী (পিপি) মো. আমান উল্যাহ জানান, দীর্ঘ ৮ বছর মামলাটি চলমান অবস্থায় আদালত ১৫ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
এনআই