কক্সবাজারে ঈদের হাট কাঁপাতে প্রস্তুত মেসি-রোনালদো-লুকাকু! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০৩:৪০ পিএম কক্সবাজারে ঈদের হাট কাঁপাতে প্রস্তুত মেসি-রোনালদো-লুকাকু! 
একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী টেক্সাসের সেরা ব্রাহামা প্রজাতির ষাঁড়, ‍‍`মিস্টার ব্রাহামা‍‍` খ্যাত সান্টা এল্যানা রেঞ্চে পালিত ভিএল রোজো গ্রান্দে ৪/৯৫।

সময় আর বেশি নেই। কুরবানির ঈদ আসন্ন। হাটের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে বেশ জোরেসোরে চলছে তারকাদের শেষ পর্বের প্রস্তুতি। তাই লোক চক্ষুর অন্তরালে থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার চৌধুরী পাড়া গ্রামের বিশেষ প্রস্তুতি ক্যাম্পে নিবিড় অনুশীলনে মত্ত এখন মেসি, রোনালদো, লুকাকু আর এমবাপ্পের মতো তারকাদের নিয়ে গড়া ২০ সদস্যের দলটি! 

তবে নিজের নাম প্রকাশ না করে অনুশীলন ক্যাম্পের দায়িত্বে থাকা উখিয়ার জনৈক ব্যক্তি জানিয়েছেন, এরইমধ্যে হাট কাঁপাতে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন এই মহা তারকাদের মালিকরা। এবার জেনে নেয়া যাক এই বিস্ফোরক সংবাদের নেপথ্য কাহিনী। 

বিগত কয়েক বছর ধরেই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশের বড় বড় গরু খামারগুলোতে কদর বেড়েছে যুক্তরাষ্ট্রর ব্রাহামা প্রজাতির গরু। তুলনামূলক কম সময়ে বেড়ে উঠার সামর্থ্য এবং বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারার কারণে খামারিদের পছন্দের তালিকায় শীর্ষে এখন এই ব্রাহামা জাতের গরু। 

ইতোমধ্যে বাণিজ্যিকভাবে এই প্রজাতির গরু পালন লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে। বিশেষ করে গত বছর বাংলাদেশের কুরবানির হাটে 'বাদশাহ'র দাপুটে সাফল্যের পর এ বছর খামারগুলোতে ব্রাহামা প্রজাতির উন্নত জাতের টেক্সান গরুগুলোর চাহিদা বেড়ে গেছে বহুগুণ। 

আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে দেশের অন্যান্য অঞ্চলের মতো কক্সবাজারের খামারগুলোতেও চলছে বাণিজ্যিকভাবে গরু পালনের প্রক্রিয়া। যার মাঝে সবচেয়ে আলোচিত উখিয়া উপজেলার চৌধুরী পাড়ার এই খামারটি। আর তার কারণ এই মহাতারকাদের মিলন মেলা। 

মেসির ওজন ১৪ মণ। ফটো : দৈনিক জাগরণ 

ঈদ উপলক্ষে এবার ২০টি উন্নত জাতের ব্রাহামা গরুকে প্রস্তুত করা হচ্ছে এই খামারে। আর ফুটবল পাগল খামার মালিকের ইচ্ছাতেই এই গরুগুলোর নামকরণ করা হয়েছে বিশ্বের নামিদামি সব ফুটবল তারকাদের নামানুসারে। এদের মাঝে রয়েছে আর্জেন্টিনার মেসি ও হিগুয়েন, বেলজিয়ামের লুকাকু, পর্তুগালের রোনালদো, ফ্রান্সের এমবাপ্পের মতো নামকরা আরও ৭টি টেক্সান তারকা ব্রাহামা ষাঁড়। আর ঈদের আগেই এই তারকারা মাঠ কাঁপাতে নামবে উখিয়ার সুপারি বাগান পশুর হাটে। 

এদের মাঝে সবচেয়ে বেশি দাম হাঁকা হচ্ছে বেলজিয়ান তারকা লুকাকুর। লুকাকুর ওজন প্রায় ১৭ মণ আর দাম ৫ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দলের তারকা এমবাপ্পে। দীর্ঘাকায় লুকাকুর চেয়ে ওজনে একটু পিছিয়ে থাকা এমবাপ্পের দাম হাঁকা হচ্ছে সাড়ে ৪ লাখ টাকা। এরপর যৌথভাবে তৃতীয় স্থানে স্বদেশী তারকা গঞ্জালো হিগুয়েনের সঙ্গে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসির ওজন ১৪ মণ, দাম ৪ লাখ টাকা। সম্ভবত অভিজ্ঞতায় মেসির চেয়ে এগিয়ে থাকায় ২ মণ কম ওজন নিয়েও স্বদেশী হিগুয়েনের দাম মেসির সমানই হাঁকা হচ্ছে, অর্থাৎ ৪ লাখ টাকা।  

তবে সাইড লাইনে এক সারিতে দাঁড়িয়ে থাকা রোনালদো, নেইমারের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও জানানো হয়নি। তবে গায়ে সাদা-কালো ছোপের জার্সি চাপিয়ে সাইড লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকা গ্রিজম্যানের আনুমানিক দাম সাড়ে ৩ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, ওজন ১০ হবে মণের কিছু বেশি। 

বিভিন্ন সূত্রের তথ্য মতে জানা যায়, ২০১৩ সালে প্রথম বাংলাদেশে আমদানি করা হয় যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের এই ব্রাহামা প্রজাতির গরুর বীজ। সরকারের 'বিট ক্যাটল ডেভেলপ' প্রকল্পের অধীনে শুরু হওয়া এই ব্রাহামা প্রজাতির গরু পালন এরইমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বর্তমানে দেশের প্রায় ১০০টিরও বেশি উপজেলায় এই প্রকল্পের কাজ চলছে। ব্রাহামা ক্যাটল পালনে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকায় ক্রমেই এর কদর বাড়ছে। 

গত বছর কুরবানির হাটে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে 'ক্যাটল অব দ্য টুর্নামেন্ট' এর খ্যাতি জিতে নিয়েছিল এই ব্রাহামা প্রজাতির 'বাদশাহ'। তার রেকর্ড ভেঙে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার কে শ্রেষ্ঠতম হয়, তাই দেখার জন্য এবার নিশ্চয়ই পুরো দেশের নজর থাকবে উখিয়ার সুপারি বাগান মাঠে।

এসকে/আরআইএস 

আরও সংবাদ