কোভিড-১৯

বর-কনে উভয় পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৮:২১ পিএম বর-কনে উভয় পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা
সংগৃহীত ছবি

সাভারে দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে প্রায় অর্ধশতাধিক মানুষের সমাগম নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতার সময় অভিযান চালিয়েছে র‌্যাবের একটি দল। এ সময় বর-কনে উভয় পক্ষকে আর্থিক জরিমানা করে বিয়ে বন্ধ করে দেয়া হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের সালেহপুর গ্রামে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, করোনা মোকাবেলায় সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে চেয়ারম্যানদের উপস্থিতিতে বিয়ের এমন অনুষ্ঠান খুবই হতাশাজনক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধসহ আর্থিক জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেয়া হয়।

বর ও কনে পক্ষের আট জনকে আসামি করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসএমএম

আরও সংবাদ