নেত্রকোনা জেলাকে আনুষ্ঠানিক লকডাউন ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের সই করা এক চিঠিকে এই লকডাউন ঘোষণা করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জেলার করোনাভাইরাস ঝুঁকি মোকাবেলায় জনসাধারণের প্রবেশপথ ও প্রস্থান নিয়ন্ত্রণ করার লক্ষ্যে জেলা নিয়স্ত্রণ কমিটির গত ১০ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কার্যকর করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলায় কেউ গমন ও প্রস্থান করতে পারবে না। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। এমন পাঁচটি সতর্কতা নিয়ম জারি করেছে প্রশাসন।
এসএমএম