ছয় জেলা থেকে দেড় হাজার বস্তা ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় ভাইস চেয়ারম্যান এবং ইউপি সদস্যসহ বেশ কয়েকজন আটক।
পটুয়াখালী, চাঁদপুর, নাটোর, গাজীপুর, মৌলভীবাজার ও ভোলা থেকে ত্রাণের প্রায় দেড় হাজার চালের বস্তা উদ্ধার করা হয়। এসব ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক ও জরিমানা করা হয়েছে।
পটুয়াখালীর বাউফলের ট্রলার থেকে ত্রাণের ১ হাজার ২শ' ৬০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময়, দু'জনকে আটক করা হয়। চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বাসা থেকে ত্রাণের ৬৭ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন।
গাজীপুরের কাপাসিয়ায় ৬ বস্তা চাল বিক্রি করায় সংরক্ষিত নারী সদস্য বিলকিস বেগমকে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, নাটোরের সিংড়া থেকে ১৭১ বস্তা চালসহ এক ডিলারকে আটক করা হয়েছে। এছাড়া ভোলার মনপুরা ও বোরহানউদ্দিন থেকে ২১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৫ হাজার টাকা করে ডিলার ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ঝালকাঠির নলছিটিতে চালের কার্ড বিতরণের অনিয়মের অভিযোগে সুবিদপুর ইউপি সদস্য সোহাগ খানকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেডএইচ/এসএমএম