কোভিড-১৯

নারায়ণগঞ্জে এখনও প্রস্তুত নয় হাসপাতাল

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০, ০২:২৭ পিএম নারায়ণগঞ্জে এখনও প্রস্তুত নয় হাসপাতাল
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত ৩০০ শয্যার হাসপাতালটিই এখন করোনার হটস্পটে পরিণত।

গত এক সপ্তাহে এই হাসপাতালের সুপারসহ করোনাআক্রান্ত হয়েছেন ১৭ জন।কয়েক দিন আগে স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে বলেছিলেন এই হাসপাতালে আইসোলেশন ইউনিট, একাধিক আইসিউ, ভেনটিলেশনের ব্যবস্থা থাকবে।

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের ওয়ার্ডে ঘোরাফেরা করছে তেলাপোকা আর বিড়াল।

নতুন বেডের বদলে ব্যবহার করা হচ্ছে পুরোনো ভাঙাচোরা বেড। এরই মধ্যে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। হাসপাতালের ফ্লু কর্নারও নির্মাণাধীন।

গত এক সপ্তাহে হাসপাতালের চিকিৎসকসহ ১৭জন হাসপাতাল কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া ১২জন চিকিৎসক কোরেন্টিনে রয়েছে। সর্দি, কাশি, জ্বর কিংবা করোনা উপসর্গ নিয়ে রোগীরা এলেও তাদের জরুরি বিভাগেই চিকিৎসা দেয়া হচ্ছে।

জেডএইচ/এসএমএম

আরও সংবাদ