রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত তিনজনকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৮৪ রোগীর নমুনা পরীক্ষা করা হলেও নতুন করোনা কোনও রোগী শনাক্ত হয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ৬০ জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে। রাজশাহী আইডি হাসপাতালে তিনজন রয়েছে, তাদের নুমনা সংগ্রহ করে আজকালের মধ্যে পরীক্ষা করা হবে।
রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তাররা জানিয়েছেন, রাজশাহীতে যে তিনজন করোনা রোগী রয়েছে তাদের অবস্থা ভালো। বাড়ীতে রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
গত ২৪ ঘন্টায় ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। বর্তমানে ২৪৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।
জেডএইচ/এসএমএম