নরসিংদীতে ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ জন।
বুধবার (১৫ এপ্রিল) ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে এ ২১ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়।
নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে রয়েছে সদর উপজেলার ১৬ ও রায়পুরা উপজেলার ৫ জন রয়েছে। নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস ও জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় মোট ৩৬ জন, রায়পুরায় ১০ জন, পলাশে ৩ জন, শিবপুরে ৮ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছে।
নরসিংদী জেলায় এ পর্যন্ত ৩২৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ৬৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা কোভিড-১৯ হাসপাতালে স্থাপিত আইসোলেশনে রাখা হয়েছে।
নরসিংদী ইমার্জেন্সি করোনা প্রতিরোধ সেলের সদস্য ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু কাউছার সুমন বলেন, ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ২১ জন আক্রান্ত হয়। প্রথম ধাপের রিপোর্টে ১৮ আসে। পরবর্তীতে আরও ৩ জনের রিপোট পজেটিভ আসে। এ নিয়ে নরসিংদী জেলায় ডাক্তার ও সংবাদকর্মী-সহ ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এসএমএম