বেনাপোল দিয়ে ভারত ফেরত ২৫৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২০, ০৩:৪৯ পিএম বেনাপোল দিয়ে ভারত ফেরত ২৫৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

ভারতে আটকেপড়া যেসব বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তাদের কোয়ারেন্টিনের তত্ত্বাবধান করছেন সেনা সদস্যরা। তাদের রাখা হয়েছে যশোরের ঝিকরগাছায় আইসোলেশন সেন্টারে। 

করোনার সংক্রমণ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি হলেও ৬ এপ্রিল (সোমবার) বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রবেশ করেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা। যাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা নিয়ে দেখা দেয় নানা অব্যবস্থাপনা।

পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব নেন সেনা সদস্যরা। তাদের তত্বাবধানে যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় চালু করা হয় আইসোলেশন সেন্টার। সেখানে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা পাচ্ছেন সামরিক হাসপাতালের সমমানের সুযোগ-সুবিধা।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় এ ক্যাম্পে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা তদারকি করছে সেনাবাহিনীর মেডিকেল ইউনিট।

বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আসা ৪৭৮ জন বাংলাদেশির মধ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৫৯ জন।

এসএমএম

আরও সংবাদ