সাংবাদিক-আইনজীবীদের জন্য মন্ত্রী রেজাউল করিমের উপহার

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ০৭:৩৭ এএম সাংবাদিক-আইনজীবীদের জন্য মন্ত্রী রেজাউল করিমের উপহার
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম- ছবি: সংগৃহিত

করোনা দুর্যোগে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের নিজস্ব তহবিল থেকে পিরোজপুরে কর্তব্যরত সাংবাদিকসহ আইনজীবী ও আইনজীবী সহকারীদের মাঝে আর্থিক উপহার প্রদান করা হয়েছে। আর এ ব্যাপারে মুঠোফোনে তিনি সাংবাদিকদের জানান, মিডিয়া কভারেজের জন্য উপহার সামগ্রী দিচ্ছি না, এটা পত্রিকায় বা মিডিয়া প্রকাশ করার মতো বিশাল কিছু নয়।

এরইমধ্যেই মন্ত্রীর আর্থিক উপহারের ওই টাকা আইনজীবীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। এর আগে গতকাল বুধবার বিকলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আর্থিক উপহার প্রদান আনুষ্ঠানিকভাবে শুরু করেন জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাড. এমএ হাকিম হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পিপি এম শাহআলম, সাবেক পিপি আ: রাজ্জাক খান বাদশা, জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান পিপি খান মো. আলাউদ্দিন প্রমুখ।

জেলা আ’লীগের সাধারণ সম্পাদ এ্যাড. হাকিম হাওলাদার জানান, তিনি (মন্ত্রী) জেলা আইনজীবী সমিতির ৫৬ জন আইনজীবী ও ২০ জন আইনজীবী সহকারীর জন্য এ আর্থিক উপহার বরাদ্দ করেছেন। আমরা ওই টাকা কর্মহীন আইনজীবী ও আইনজীবী সহকারীদের নিজ বাড়িতে পৌঁছে দিচ্ছি। এর আগে মন্ত্রী জেলায় কর্তব্যরত সাংবাদিকদের মাঝে পিপিই ও আর্থিক উপহার প্রদান করেন।

এ ব্যাপারে মন্ত্রী রেজাউল করিম বলেন, পৃথিবীব্যাপী করোনাভাইরাসের প্রভাবের কারণে দেশের সকল শ্রেণীর মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আর এদের প্রায় সকলেই সরকারিভাবে অনুদান পাচ্ছেন। কিন্তু সমাজে একটি শ্রেণীর লোক আছেন যারা কোন সাহায্য বা অনুদান পাচ্ছেন না। তাদের একটু মাত্র উপহার সামগ্রী হিসাবে আমি দিয়েছি মাত্র। এটা কোন অনুদান বা সাহায্য নয়।

এনএমএইচ/এসকে