সাভারের পৃথক দুই স্থান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত দুই বৃদ্ধ ও বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত নন।
নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হরা হয়েছে। কিন্তু উদ্ধারের দু’দিন পেরিয়ে গেলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। তারা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন।
পুলিশের ধারণা, করোনা রোগী সন্দেহে ওই বৃদ্ধ-বৃদ্ধাকে তাদের স্বজনরা ফেলে রেখে গেছেন।
রোববার (১৯ এপ্রিল) সাভার পৌর এলাকার মাঝিপাড়া মহল্লা থেকে আনুমানিক ৬৫ বছর বয়স্ক এক বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি রাস্তায় পড়ে পেট ব্যথায় কাতরাচ্ছিলেন। পরে করোনা রোগী সন্দেহে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
অপর ঘটনায় শনিবার (১৮ এপ্রিল) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকা থেকে আনুমানিক ৭০ বছরের আরেক বৃদ্ধাকে উদ্ধার করা হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু জানান, রোববার (১৯ এপ্রিল) উভয়ের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
সোমবার (২০ এপ্রিল) পাওয়া পরীক্ষার রিপোর্টে দেখা গেছে তারা কেউই করোনায় আক্রান্ত নন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, উদ্ধার হওয়া বৃদ্ধ ও বৃদ্ধার স্বজনদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
এসএমএম