নোয়াখালীতে ১৫ বস্তা চালসহ ২ আওয়ামী লীগ নেতা আটক

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ০১:৪৫ পিএম নোয়াখালীতে ১৫ বস্তা চালসহ ২ আওয়ামী লীগ নেতা আটক
জাগরণ গ্রাফিক্স ডেস্ক

নোয়াখালী সেনবাগ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ বস্তা চালসহ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১শে এপ্রিল) রাতে সহকারী কমিশনার ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

আটককৃতরা হলেন, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ঈসমাইল হোসেন খাঁন। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা অসন্ত কুমার চাকমা বাদী হয়ে দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার জানান, ডিলার মো: শাহজাহান সাজু ও ঈসমাইল হোসেন খাঁন পারস্পরিক যোগসাজসে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল বাইরে বিক্রি করছে, এমন অভিযোগ পেয়ে রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। 

এসময় নবীপুর ইউনিয়নের ৮টি বাড়িতে বেশি দামে বিক্রি করা ১৫ বস্তা চাল ও সরকারি চালের ৩টি খালি বস্তার জব্দ করা হয়। চালগুলো নিয়ম অনুযায়ী হতদরিদ্র লোকজনের মাঝে ১০ টাকায় বিক্রি না করে বেশি দামে বাইরে বিক্রি করে তারা নিজেরা লাভবান হন। 

এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে পাঠানো হয়।

জেডএইচ/এসকে

আরও সংবাদ