বরগুনায় প্রথমবারের মতো করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে আরোগ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২ জন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে তারা বরগুনা জেনারেল হাসপাতাল ছাড়পত্র পেয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
সুস্থ হওয়া ২ জনের একজন হলেন সদরের ঘটবাড়িয়া গ্রামের হিরণ খান, অন্যজন ঢলুয়া ইউনিয়নের খাগবুনিয়া গ্রামের সেলিম খান।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন খান দৈনিক জাগরণকে বলেন, আরোগ্য লাভ করা সেলিম ঢাকার তাবলিগ জামাত থেকে ফিরে ৯ এপ্রিল বরগুনা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। অন্যদিকে হিরণ খান নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে বরগুনায় ফিরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের দু’জনেরই নমুনা সংগ্রহ করে করোনা শনাক্ত হয় ১১ এপ্রিল (শনিবার) এরপর ১৯ এবং ২৩ এপ্রিল ২ বার নমুনা পরীক্ষা করলে তাদের করোনা নেগেটিভ এসেছে। এরপর তাদের দু’জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে এবং হাসপাতালের নিজস্ব পরিবহনে নিজ নিজ বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।
গত ৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২ জন। আরোগ্য লাভ করে বাড়ি ফিরে গেছেন মোট ২ জন।
এসএমএম