কাস্তে হাতে আইসিটি প্রতিমন্ত্রী পলক

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০, ০৪:০১ পিএম কাস্তে হাতে আইসিটি প্রতিমন্ত্রী পলক
ধান কেটে কৃষকদের উৎসাহিত করেন প্রতিমন্ত্রী পলক ● সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকার প্রায় ৩০ কোটি টাকার বোরো ধান শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার ছাতারদিঘী এবং রামানন্দ খাজুরা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন।

পরে প্রতিমন্ত্রী কৃষকদের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত ৩৪টি কৃষক পরিবারের প্রত্যেককে ১ বান্ডিল ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা প্রদান করেন।  এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ফসল নষ্ট হওয়ায় এ অঞ্চলের অন্তত ২ হাজার কৃষক সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

পরে মাঠে নেমে নিজেই কৃষকদের ধান কেটে তাদের উৎসাহিত করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রণোদনাসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় সর্বস্ব হারানো কৃষকরা ভবিষ্যত চিন্তায় কান্নায় ভেঙে পড়েন।

২২ এপ্রিল (বুধবার) সিংড়া উপজেলার ছাতারদিঘী, রামানন্দ খাজুরা ও সুকাশ ইউনিয়নের প্রায় ২ হাজার ৯০০ হেক্টর জমির বোরো ধান শিলাবৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও অনেক জমি।

এসএমএম

আরও সংবাদ