গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০, ০৮:৩০ পিএম গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

বকেয়া বেতনের দাবিতে ও করোনা ঝুঁকির সময়েও কারখানা খোলা রেখে রাত ১১টা পর্যন্ত কাজ করতে বাধ্য করানোর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ৫টি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে গাজীপুর মহানগরের ভোগড়াবাইপাস এলাকায় তারা দ্বিতীয় দিনের মতো অবস্থান নেয়।

সড়ক অবরোধের কারণে জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে ও ২টি মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, মহামারি করোনা আতঙ্ক নিয়ে তারা কেন কাজ করবে। যেখানে সবকিছু বন্ধ তাদেরও তো মৃত্যুর ভয় আছে। তারপরেও নেই বেতন।

পরে শিল্প-পুলিশ গাজীপুর-২ এর শতাধিক পুলিশ সদস্য বুলেটপ্রুফ গাড়ি নিয়ে এসে শ্রমিকদের সরিয়ে দেয়।

এসএমএম

আরও সংবাদ