বরগুনায় আরও একজন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য বিভাগ পুলিশের সহায়তায় তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়। তার বাড়ি বরগুনা সদরের লেমুয়া এলাকায়। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ৫ জন।
হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সোহরাব হোসেন দৈনিক জাগরণকে জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তি ঢাকার সাভারে একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক ছিলেন। গত ১০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে বরগুনায় আসেন সে। পরে স্থানীয়রা খবর দিলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। পরে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। ২ দফায় তার নমুনা সংগ্রহ করা হলে তার করোনা নেগেটিভ আসে।
এর আগে গত ২৪ ও ২৬ এপ্রিল আরও দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
এসএমএম