জেলের জালে ২০ কেজি ওজনের সিলভার কার্প

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ০৫:১৪ পিএম জেলের জালে ২০ কেজি ওজনের সিলভার কার্প
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ‍উপজেলায় লঙ্গন নদীতে ২০ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ জালে ধরা পড়লে এত বড় মাছ দেখতে নদীর ঘাটে ভিড় করেন উৎসুক মানুষ।

বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে ওই উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের চার জেলে নদীতে জাল ফেলে এ মাছটি ধরেন।

স্থানীয়রা জানিয়েছেন, টেকানগর গ্রামের বাসিন্দা মজনু মিয়া, লিয়াকত মিয়া, কাদির মিয়া ও তাজুল ইসলাম একসঙ্গে মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতের খাবার খেয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান।

সারা রাত তাদের জালে বোয়াল, টেংরা, পুঁটিসহ দেশি জাতের বিভিন্ন মাছ ধরা পড়ে। পরে ভোররাতে লঙ্গন নদীতে জাল ফেলে কিছু সময় অপেক্ষার পর তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি সিলভার কার্প।

স্থানীয়রা জানান, একই এলাকার বাসিন্দা আজিজুর রহমান ওই জেলেদের কাছ থেকে এ মাছটি কিনে নেন।

ক্রেতা আজিজুর রহমান বলেন, নদীর ঘাটে গিয়ে চারদিকে মানুষের জটলা ঠেলে গিয়ে দেখি বিশাল বড় সিলভার কার্প মাছ। এ জাতীয় মাছ এত বড় হয় সেটা এবারই প্রথম দেখলাম।

সেসময় মাছটি কেনার কথা বললে জেলে মজনু মিয়া প্রতি কেজি মাছের দাম এক হাজার টাকা চান। উপস্থিত লোকজনের অনেকেই এত দামে মাছটি কিনতে আগ্রহ প্রকাশ না করায় জেলেরা মাছটি বিক্রি করতে ভৈরবের আড়তে নিতে চাইছিল।

শেষ পর্যন্ত ৪৫০ টাকা কেজিতে মাছটির দাম চূড়ান্ত হলে নয় হাজার টাকায় তিনি তা কিনে নেন বলেও জানান।

এসএমএম

আরও সংবাদ