মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় সরকারি ত্রাণ বিতরণে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের জেরে এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে।
সংঘর্ষে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। আহতরা হলেন-হোগলাকান্দি গ্রামের ধন মিয়ার ছেলে শাহিন (৩৫), নূর জালালের ছেলে রাসেল সিকদার (২৮) ও আরিফ সিকদারের ছেলে ইমন সিকদার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ত্রাণ বিতরণে লাইনে দাঁড়ানো নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) আতাউর রহমানের ছেলে জাহিদ গ্রুপের সঙ্গে একই এলাকার আবু কালামের ছেলে শেখ ফরিদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে বুধবার (২৯ এপ্রিল) শেখ ফরিদ গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায় জাহিদ গ্রুপ।
এ সময় বাধা দিতে আসলে সন্ত্রাসীরা শাহিনের পায়ের রগ কেটে দেয়। তার চিৎকারে রাসেল ও ইমন বাধা দিতে আসলে তাদেরও কুপিয়ে ও টেটা বিদ্ধ করে। এ সময় ঘর-বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএমএম