ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, রগ কাটা হলো যুবকের

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ০৮:৩৪ পিএম ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, রগ কাটা হলো যুবকের

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় সরকারি ত্রাণ বিতরণে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের জেরে এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে।

সংঘর্ষে আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। আহতরা হলেন-হোগলাকান্দি গ্রামের ধন মিয়ার ছেলে শাহিন (৩৫), নূর জালালের ছেলে রাসেল সিকদার (২৮) ও আরিফ সিকদারের ছেলে ইমন সিকদার (২৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ত্রাণ বিতরণে লাইনে দাঁড়ানো নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) আতাউর রহমানের ছেলে জাহিদ গ্রুপের সঙ্গে  একই এলাকার আবু কালামের ছেলে শেখ ফরিদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে বুধবার (২৯ এপ্রিল) শেখ ফরিদ গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায় জাহিদ গ্রুপ। 

এ সময় বাধা দিতে আসলে সন্ত্রাসীরা শাহিনের পায়ের রগ কেটে দেয়। তার চিৎকারে রাসেল ও ইমন বাধা দিতে আসলে তাদেরও কুপিয়ে ও টেটা বিদ্ধ করে। এ সময় ঘর-বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএমএম

আরও সংবাদ