কোভিড-১৯

সাভারে শনাক্ত ৮ জনের মধ্যে ৭ জনই পোশাক শ্রমিক

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২০, ০৮:৩৬ পিএম সাভারে শনাক্ত ৮ জনের মধ্যে ৭ জনই পোশাক শ্রমিক

সাভারে নতুন করে ৮ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জনই পোশাক শ্রমিক।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মোট ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্য ৭ জন পোশাক শ্রমিক এবং বেশিরভাগই সাভার পৌর এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত সাভার থেকে ৪০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ২৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, করোনা শনাক্ত হওয়া পোশাক শ্রমিকদের বেশিরভাগই সাভার পৌরসভার একটি এলাকার বাসিন্দা। এই এলাকাকে লকডাউন করা হয়েছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব লাঘবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডা. সায়েমুল হুদা সাভার ইউএনও বরাবর সাভার ও আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা বন্ধসহ সেগুলোর প্রবেশপথ বন্ধের দাবি জানিয়ে একটি সুপারিশপত্র পাঠান। তার একদিন পরেই ৭ জন পোশাক শ্রমিক একদিনে শনাক্ত হলেন।

এসএমএম

আরও সংবাদ