বিজিবির মামলায় জামিন, অন্য মামলায় কারাগারে চিত্র সাংবাদিক কাজল

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২০, ০৯:৪৫ পিএম বিজিবির মামলায় জামিন, অন্য মামলায় কারাগারে চিত্র সাংবাদিক কাজল
সংগৃহীত ছবি

সাংবাদিক কাজলকে অবৈধ অনুপ্রবেশের জন্য বিজিবির মামলায় জামিন দিলেও যশোর কোতোয়ালী থানার ৫৪ ধারার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩ মে) বিকাল ৩টার দিকে সাংবাদিক কাজলকে পিছমোড়া করে হ্যান্ডকাফ লাগিয়ে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে আনা হয়। এরপর বিকাল চারটার পর শুনানি শুরু হয়।

চিত্র সাংবাদিক কাজলের বিরুদ্ধে ঢাকার শেরেবাংলা নগর, কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানায় আইসিটি অ্যাক্টে মামলা থাকায় কোতোয়ালি থানা পুলিশ আটকাদেশ পেতে নতুন করে ৫৪ ধারায় মামলা দিয়ে গ্রেফতারের আবেদন জানান। পরে বিচারক এ মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

১০ মার্চ (মঙ্গলবাল) ঢাকা থেকে নিখোঁজ হন দৈনিক পক্ষকাল পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম কাজল। ১১ মার্চ শফিকুলের স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন ঢাকার চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। প্রায় দুই মাস পর শনিবার (২ মে) গভীর রাতে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত থেকে ‘অবৈধভাবে প্রবেশের সময়’ তাকে আটক করে। এরপর রোববার (৩ মে) সকালে বিজিবি তাকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।

এসএমএম

আরও সংবাদ